Thunkable :
অ্যাডমব অ্যাপ ব্যবহারের জন্য উত্পাদিত বিজ্ঞাপন আয়ের 5% Thunkable কেটে নেয় । AdMob অ্যাপ টি ব্যবহার করার জন্য, ব্যবহারকারীদের অবশ্যই Google Play এবং Admob এর নীতিগুলি মেনে চলতে হবে। যদি আপনি এই নীতিগুলি লঙ্ঘন করেন তবে Thunkable বিজ্ঞাপনগুলি দেখানোর জন্য আপনার অ্যাপ্লিকেশনগুলিকে অক্ষম করতে পারে, বা পুনরাবৃত্তি লঙ্ঘনের জন্য, আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে বন্ধ করতে পারে। ব্যবহারকারীদের অ্যাপটি কার্যকরভাবে ব্যবহার করতে সহায়তা করার জন্য Thunkable কমিটির একটি বিশেষ ফোরাম আছে।
গুরুত্বপূর্ণ:
অ্যাডমব এর মাধ্যমে বিশেষ করে অর্থ উপার্জন করার জন্য তৈরি করা অ্যাপ্লিকেশনগুলি যেমন,টাস্ক সিস্টেম, সেল্ফ ক্লিক অ্যাপ্লিকেশনগুলি Google Play এবং AdMob নীতিগুলি লঙ্ঘন করছে। এজন্যই Thunkable বিজ্ঞাপনগুলি দেখানোর থেকে আপনার অ্যাপ্লিকেশনগুলি নিষ্ক্রিয় করার বা পুনরাবৃত্তি লঙ্ঘনের অধিকারটি সংরক্ষণ করে, যা আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে অক্ষম করে।
এড সমস্যার সমাধান
অ্যাডমব এবং জেনারেল ডেটা সুরক্ষা রেগুলেশন ( GDPR):
AdMob উপাদানগুলিতে PersonalizedAd বৈশিষ্ট এবং blocks গুলো ভালো ভাবে লক্ষ্য করুন। ব্যবহারকারীরা ব্যক্তিগতকৃত বা নন-ব্যক্তিগতকৃত বিজ্ঞাপনগুলি দেখতে চান কিনা তা ব্যবহারকারীকে জিজ্ঞাসা করার জন্য একটি স্ক্রীন / ডায়ালগ প্রদর্শন করে ব্যবহারকারীর সম্মতিটি পেতে আকর্ষণীয় কিছু যোগ করুন। আপনি বিজ্ঞাপন লোড করার আগে আপনার বিজ্ঞাপনগুলিতে PersonalizedAd বৈশিষ্ট সেট করতে সেই তথ্যটিই ব্যবহার করবেন।
আমরা ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে দূরে নিয়ে যাওয়ার কারণে উভয়ই বিজ্ঞাপন বাস্তবায়নের আগে অ্যাপ ডেভেলপারদের মধ্যে যারা ভিউয়ার তাদের সুপারিশ করি। যথেষ্ট ভিউয়ার/ব্যবহারকারী ছাড়া, আপনি এডমব থেকে খুব বেশি আয় করতে পারবেন না। গুগল ইনভ্যালিড এক্টিভিটি এবং ইনভ্যালিড ক্লিক সনাক্ত করতে সক্ষম। এবং এর জন্য আপনার আয়ের অংশ বিজ্ঞাপনদাতাদের ফেরত দেবে এবং আপনার একাউন্টটি বন্ধ বা সাস্পেন্ড করবে।
এতক্ষন থেকে যা পড়লেন তা হচ্ছে Thunkable এর কিছু নিয়ম। কিছুই বুঝেন নাই? উত্তর যদি ‘হ্যা’ হয় তাহলে এবার সহজ করে বলি। Thunkable থেকে অ্যাপ বানিয়ে আয় Admob এর এড বসিয়ে গ্রুপ করে অথবা সেল্ফ ক্লিক আয় যারা করছেন তাদের আজকাল একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে এড শো না করা।
এড শো না করার কারণ ;
১. invalid activity
২. Google Play এবং Admob এর নিয়ম নিতি না মানা
৩. ভিপিএন ব্যবহার করছেন কিন্তু সঠিক ভাবে না
সমাধান;
তৈরিকৃত অ্যাপ এ personalizedad এবং Blocks অপশন ভালো করে তৈরি করুন। আপনার অ্যাপ ব্যবহারকারি এড দেখবে কিনা তার জন্য পারমিশন স্ক্রিন তৈরি করুন এতে করে invalid activity হবে না। সবচেয়ে বেশি কাজে লাগবে যেটা সেটা হচ্ছে আপনার অ্যাপ ব্যবহারকারির সংখ্যা বাড়ান। ব্যবহারকারি যত বেশি হবে আয় তত বেশি হবে এবং invalid activity তত কম হবে।
Thunkable এ কিভাবে অ্যাড সেট করবেন;
১. InterstitialAd এটা আপনার এপ এর উপর নির্ভর করবে। এপ যদি গেমস এর হয় তবে প্রতিটা লেভেল এর শেষে একটা Inter এড বসাতে পারেন।এছারাও প্রতিটি পেজেও বসাতে পারবেন। এপ যদি লেখা সমৃদ্ধ হয় তবে এপ ওপেন এর সময়, প্রতিটি পেজে ইত্যাদি জায়গায় দিতে পারেন। Inter ad ব্যবহারের জন্য অবশ্যই মনে রাখবেন ব্যবহারকারিদের অসুবিধা যাতে না হয়।
২. BannerAd এটা আপনি প্রতি পেজের অথবা একটি পেজে নিচে বা উপরে বসাতে পারেন। এখানেও লক্ষনীয় এডের জন্য ব্যবহারকারীদের অসুবিধা যাতে না হয়। সেটের নিয়ম; responsive এর জন্য নিচের ছবির মত স্ক্রিন তৈরি করু। এড আইডি বসাবেন নিচের blokcs এর মত করে।
ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক যতটুকু জানি ততটুকুই শেয়ার করলাম। কমেন্ট করে ভুলত্রুটি জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ দিবেন।
ধন্যবাদ
কিভাবে এড বসানো যায় এবং স্কিন সবগুলো এড দেওয়া লাগবে।
ReplyDeleteএভাবে আগে এড শো করতো. বর্তমানে এডমোব আপডেট করা হইছে.. এখন অন্য উপায়ে এড শো করাতে হয়।
Delete