আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের পোস্টে আমি আপনাদের VPN সম্বন্ধে গুরুত্বপূর্ন কিছু তথ্য প্রদান করবো ।
কি এই ভিপিএন :
ভিপিএন ফুল মিনিং হচ্ছে, 'ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক'(virtual private network)যখন একটি পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে একাধিক কম্পিউটারকে (বা আলাদা নেটওয়ার্ক) একই নেটওয়ার্কের আওতায় আনা হয়, তখন তাদের ভিপিএন বলে। নিরাপদ যোগাযোগ এবং ডাটা অ্যানক্রিপ্ট করার একটি পদ্ধতি হিসেবে এটি কাজে লাগে। সাধারণত আমরা ভিপিএন ব্যবহার করি অনলাইনে নিজের গোপনীয়তা রক্ষার জন্য।
ভিপিএন এর প্রকারভেদ?
বেশ কয়েক প্রকার স্বতন্ত্র ধরনের ভিপিএন ইন্টারনেট ব্যবহারকারী দের জন্য রয়েছে। এবং প্রতিটি ভিপিএনই ভিন্ন ভিন্ন দিক থেকে সিকিউরিটি এবং সুযোগ প্রদান করে থাকে। ভিপিএন গুলাকে তাদের প্রোটোকল এবং ব্যাবহারের দিক থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। সুতরাং সব ধরনের ভিপিএন সর্ম্পকে আপনার ধারনা থাকলে আপনার প্রয়োজনীয় টা খুজে পেতে সুবিধা হবে।
PPTP: PPTP অর্থাত point-to-point অত্যন্ত কমন একটি টানেলিং এবং এটা windows 95 থেকে ব্যাবহার করা হয়ে আসছে। PPTP সেটাপ করা অনেক সহজ কিন্তু অনেক পুরাতন হওয়ার কারনে সহজে দুর্বলতা খুজে পাওয়া সম্ভব এবং হ্যাকার দ্বারা আক্রান্ত হতে পারে।
SSTP: SSTP এর পূর্ণরূপ হলো secure socket tunneling protocol. যেটা মাইক্রোসফট এর প্রোটকল এবং উইন্ডোজএ সাপোর্ট করে। এটা SSL v3 ব্যবহার করে এবং ফায়ারওয়্যাল বাইপাস করতে পারে।SSTP কে PPTP আরো নিরাপদ ও কার্যকর মনে করা হয়।
L2TP/IPsec: layer 2 Tunnel Protocol আসলে কোন ইনক্রিপশন অফার করে না।এই ভ্রমনের জন্য তথ্যের টানেল তৈরি করে যেখানে Ipsec সিকিউর ইনক্রিপশন এর বিষয়টা দেখে। এটাকে কার্যকর ইনক্রিপশন বলে বিবেচনা করা হয় কিন্তু সমস্ত ট্রাফিক L2TP থেকে ইনক্রিশন হয়ে তারপরে top এ যোগ হয় ফলে অন্যান্য অপশানের থেকে স্লো কাজ করে।
Open VPN: Open VPN ব্যবহার করা হয় ওপেন সোর্চ টেকনোলজিতে যেমন: SSL, V3/TLS v1 প্রোটকল এবং openSSL ইনক্রিপশন লাইব্রেরিতে। Open VPN অনেক বেশী কনফিগারেশন যোগ্য এবং ওয়েবের অন্যতম নিরাপদ অপশন বলে বিবেচনা করা হয়।
IKEv2: Internet Key Exchange version 2 যেটাকে IKEv2 ও বলা হয়। এটি মাইক্রোসফট্ সিসকোর সাথে পার্টনারশীপের মাধ্যমে ১৯৯৮ সালে তৈরি করে। যেটা pair প্রোটকলএ X.509 সার্টিফিকেট ব্যবহার করে অথেনটিকেশনের জন্য।
কেনো ভিপিএন ব্যাবহার করবেন?
মূলত তিনটি কারনেই VPN ব্যবহার করা হয় :
1. Privacy (তো VPN এর মূল কাজ ও উদ্দেশ্য হলো অনলাইনে আপনার গোপনীয়তা রক্ষা করা)
2. unblocking ( VPN ব্যবহারের দ্বিতীয় উদ্দেশ্য হলো unblocking ! আপনারা হয়ত জানেন যে কিছুকিছু content আছে যা শুধুমাত্র নির্দিষ্ট দেশেই দেখা বা ব্যবহার করা সম্ভব (যেমন পেপাল) ! তো আপনি VPN এর মাধ্যমে সেই blocked content unblock করতে পারেন !
3.Secure ( তো আপনি যদি একজন cyber expert হন অথবা hacker হন , তাহলে আপনার VPN এর উদ্দেশ্য হলো secure থাকা ! একটু পরিষ্কার ভাবে বলতে গেলে অনলাইনে আপনার সকল প্রকার গোপনীয়তা রক্ষা করা ) তো এই হলো VPN ব্যবহারের মূল উদ্দেশ্যগুলো ! তো আপনি যদি জানতে চান যে কোন VPN টি আপনার জন্য সঠিক , তাহলে আপনাকে উপরের তিনটির মধ্যে আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী একটাকে নির্বাচন করতে হবে !
© তো আপনার উদ্দেশ্য যদি শুধুমাত্র unblocking হয় তাহলে আপনার জন্য ভালো কিছু VPN হলো : Turbo VPN , Super VPN , VPN Master , Hola VPN , Secure VPN , Droid VPN ইত্যাদি ! © আর যদি আপনার উদ্দেশ্য Privacy হয় , তাহলে এই normal VPN গুলো আপনার জন্য নয় ! এতে আপনার গোপনীয়তা নষ্ট হবে ! তো আপনার জন্য ভালো কিছু VPN হলো : HMA VPN , Cyber Ghost VPN , Unseen Online , VPN Hub ইত্যাদি !
© আর আপনি যদি একজন Cyber Expert বা hacker তাহলে অবশ্যই আপনার VPN ব্যবহারের উদ্দেশ্য হলো privacy+secure ! এই দুটো ছাড়া একজন hacker কোনো সময়ই নিরাপদ না ! এ অবস্থায় আপনি যদি প্রথম সারির VPN ব্যবহার করলে নির্ঘার ধরা পড়ে জাবেন ! তো আপনার জন্য ভালো কিছু VPN হলো : Express VPN , Nord VPN , Whoer VPN , Hide.me VPN ইত্যাদি !
তো এবার বলি আমাদের কি VPN কেনা প্রয়োজন , নাকি ফ্রি VPN ই যথেষ্ট ??? এইটার জবাবটাও খুবই সাধারন , আপনার উদ্দেশ্য যদি unblocking ও privacy হয় তাহলে ফ্রি VPN গুলোই যথেষ্ট কিন্তু privacy+secure থাকার জন্য ফ্রি VPN একদমই নিরাপদ নয় ! আপনি যেকোনো সময়ই trace হতে পারেন , যা একজন hacker কখনই চাইবে না ! তো আপনাকে অবশ্যই একটি VPN কিনতে হবে ! আর বর্তমানে প্রায় সকল VPN সাইটেই Bitcoin , Ethereum , Paypal দিয়ে payment করা যায় , যা প্রায় আমাদের সবার কাছেই আছে !
তো এ পর্যন্তই আজ। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ