মাসুদ সাহেব চুপ করে বসে আছে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি প্রচন্ড রেগে আছেন। লক্ষণ ভাল না। এখনই খারাপ কিছু কথা বলা শুরু করবেন। মুখ দিয়ে আঘাত করার অসাধারণ বৈশিষ্ট্য নিয়ে তিনি জন্মেছেন।
-তোমাকে সাধারণ কিছু প্রশ্ন করলাম। তাও পারলেনা? I'm just astonished.
-আমার ইংলিশ স্পিকিং এ সমস্যা হয়। বলাতো অভ্যাস না।
-Shut up,nonsense. তোমার এটা বলতে লজ্জা করল না? ইংলিশ ছাড়া বর্তমান যুগে কি হয়? পড়তো ওই প্রাইভেট মেডিকেলে। কেমনে চান্স পেয়েছ আল্লাহ ই জানে। তোমার বাবা ঘুষ দিছে নাকি? কিচ্ছু হবেনা তোমার দ্বারা।
-আমার ইংলিশ স্পিকিং এ সমস্যা হয়। বলাতো অভ্যাস না।
-Shut up,nonsense. তোমার এটা বলতে লজ্জা করল না? ইংলিশ ছাড়া বর্তমান যুগে কি হয়? পড়তো ওই প্রাইভেট মেডিকেলে। কেমনে চান্স পেয়েছ আল্লাহ ই জানে। তোমার বাবা ঘুষ দিছে নাকি? কিচ্ছু হবেনা তোমার দ্বারা।
নীলা চুপ করে আছে। চোখের পানি যথা সম্ভব আটকানোর চেষ্টা করছে। মাসুদ সাহেদ অবশ্য থামবেন না। এতো তাড়াতাড়ি উনি থামেন না।
-এই তোমার অবস্থা হলে তুমি B.C.S এ টিকবা কিভাবে? মান সম্মানতো কিছু রাখবা না।I stood 19 position in 35th B.C.S. ক্যাডার না হলে কি দাম আছে বাংলাদেশে?
-আমিতো ডাক্তার হতে চাই। তাইতো মেডিকেলে পড়ছি।
-Shut up. সামান্য ইংলিশে কথা বলতে পাড়না। আবার কি মেডিকেলে পড়? তুমিতো মানুষ মারবা। ডাক্তারের কি ক্ষমতা আছে? সিভিল সার্ভিস সম্পর্কে কোন ধারনা আছে তোমার? Power is everything. মিস শামিমা,মিসেস রয় এদের কথা শুনলে মনে হয় they are English by born. তোমাকেতো সাথে নিয়ে বের হওয়াই যাবেনা।
-আমিতো ডাক্তার হতে চাই। তাইতো মেডিকেলে পড়ছি।
-Shut up. সামান্য ইংলিশে কথা বলতে পাড়না। আবার কি মেডিকেলে পড়? তুমিতো মানুষ মারবা। ডাক্তারের কি ক্ষমতা আছে? সিভিল সার্ভিস সম্পর্কে কোন ধারনা আছে তোমার? Power is everything. মিস শামিমা,মিসেস রয় এদের কথা শুনলে মনে হয় they are English by born. তোমাকেতো সাথে নিয়ে বের হওয়াই যাবেনা।
মাসুদ সাহেব টেবিল থেকে গ্লাসটা ছুড়ে ফেলে ঘর থেকে বেড়িয়ে গেলেন। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও মাসুদ সাহেব নীলাকে পছন্দ করেই বিয়ে করেছিলেন।
ক্ষমতা জিনিসটাকে তিনি জীবনের অপরিহার্য বিষয় মনে করেন।ক্ষমতার প্রদর্শন করতে ভোলেন না। তার ইচ্ছা তিনি পুলিশ সেকশনে আছেন নীলা প্রশাসনে জয়েন করুক। নীলার বিয়ে হয় মেডিকেল থার্ড ইয়ারে। 5th ইয়ারের
ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় নীলা পাশ করতে পারেনি। কলেজের রেজাল্ট খুব খারাপ হয়েছে এ বছর। মাসুদ সাহেব এটা মানতে পারলেন না। খারাপ রেজাল্ট উনি সহ্য করতে পারেন না।
ক্ষমতা জিনিসটাকে তিনি জীবনের অপরিহার্য বিষয় মনে করেন।ক্ষমতার প্রদর্শন করতে ভোলেন না। তার ইচ্ছা তিনি পুলিশ সেকশনে আছেন নীলা প্রশাসনে জয়েন করুক। নীলার বিয়ে হয় মেডিকেল থার্ড ইয়ারে। 5th ইয়ারের
ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় নীলা পাশ করতে পারেনি। কলেজের রেজাল্ট খুব খারাপ হয়েছে এ বছর। মাসুদ সাহেব এটা মানতে পারলেন না। খারাপ রেজাল্ট উনি সহ্য করতে পারেন না।
-Oh my God! বাইরেতো মুখই দেখাতে পারব না। পরীক্ষায় পাশ করতে পারনা। তুমিতো গরুর ডাক্তার হবে। যাই হোক, এই শোন আমি এবার বাচ্চা নিতে চাই। আর দেরি করতে পারবনা।
- রেগুলার ক্লাস,পরীক্ষা। বাচ্চা নিয়ে আমি সামলাবো কিভাবে?
-সামলাতে হবে। যে রাধে সে চুলও বাধে। Its a part of life. সবার লাইফ এ স্ট্রাগেল আছে। আমাকেও অনেক স্ট্রাগেল করতে হয়েছে এই অবস্থায় আসতে। এবিষয়ে আমি আর কোন কথা শুনতে চাইনা।
- রেগুলার ক্লাস,পরীক্ষা। বাচ্চা নিয়ে আমি সামলাবো কিভাবে?
-সামলাতে হবে। যে রাধে সে চুলও বাধে। Its a part of life. সবার লাইফ এ স্ট্রাগেল আছে। আমাকেও অনেক স্ট্রাগেল করতে হয়েছে এই অবস্থায় আসতে। এবিষয়ে আমি আর কোন কথা শুনতে চাইনা।
বিয়ের দুই বছরেও সম্পর্কটা জমাট বাধেনি। নীলা এক বছর দেরিতে বাচ্চা নিতে চেয়েছিল। মাসুদ সাহেব মানলেন না।
চোখের জল মুছে ডিভোর্স পেপারে মাসুদ সাহেবের সাইনের নীচে সাইন করল নীলা। তারিখ -১৫.০৭.২০১৫
চোখের জল মুছে ডিভোর্স পেপারে মাসুদ সাহেবের সাইনের নীচে সাইন করল নীলা। তারিখ -১৫.০৭.২০১৫
৪ বছর পর------
-Excuse me,অন ডিউটি ডক্টর কে আছে? খবর দিন। আমি বরিশালের S.P. My wife is pregnant. please,hurry up.
-আপনি ব্যস্ত হবেন না স্যার। রোগিরে স্যার দেখতেছে ভিতরে। ঐ ঐতো স্যার আইতাছে। রোগির অবস্থা কি স্যার?
-সোহেল ওটি রেডি করতে বলো। সিরিয়াস কন্ডিশন। ডাঃ নীলিমাকে খবর দাও। এখনই ডেলিভারি করতে হবে। Quick fast.
-আপনি ব্যস্ত হবেন না স্যার। রোগিরে স্যার দেখতেছে ভিতরে। ঐ ঐতো স্যার আইতাছে। রোগির অবস্থা কি স্যার?
-সোহেল ওটি রেডি করতে বলো। সিরিয়াস কন্ডিশন। ডাঃ নীলিমাকে খবর দাও। এখনই ডেলিভারি করতে হবে। Quick fast.
রাত ২টা ১৫। ওটির লাল আলোটা নিভে গেল। মাসুদ সাহেব ছুটে গেলেন দরজার কাছে। ডাঃ নীলিমার হাতে ফুটফুটে পুতুলের মতো একটা মেয়ে। মাসুদ সাহেব বাকরুদ্ধ। একদৃষ্টে তাকিয়ে আছেন।
-নীলা তুমি?
-Yes, Mr.Masud rahman. I'm Dr. Nilima hasan. I gave you a new life four years ago. Today I,m again standing with your new life in my hand. Your wife's time is numbered. You are getting so late.
-Yes, Mr.Masud rahman. I'm Dr. Nilima hasan. I gave you a new life four years ago. Today I,m again standing with your new life in my hand. Your wife's time is numbered. You are getting so late.
বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মাসুদ সাহেব। মেয়েটা তার মতো হয়নি। ওর মার মতোও ঠিক না। অনেকটা নীলার মতো। চোখ ঝাপসা হয়ে আসে।
-স্যার কান্দেন না। আমাগো নীলিমা ম্যাডাম সাক্ষাত দেবতা। এক্কেরে উপর আল্লার এজেন্ট। যম ও উনারে ডরায়। আমাগো কপাল উনার এহেনে পোস্টিং হইছে। আপনের স্ত্রীর কিছু হলে মনে কষ্ট নিবেন না। ম্যাডাম দেখার পর ও যদি মারা যান তাইলে জানবেন উনারে আর কেউ বাচাইতে পারতোনা।
-তাই?
-হ স্যার। এক্কেরে সত্য কথা। অন্য কাউরে জিগান হেউ এক কথা বলবো। যাওনের সময় ম্যাডাম এক ব্যাগ বেলাড দিয়ে গেছে পেসেন্টের জন্যে। অপরিচিত মানুষের জন্য কেডা এমন করে! আপনের মেয়ের একখান নাম বলেন স্যার। সার্টিফিকেটে লেখা লাগব।
-হুম নাম? নীলা রহমান লিখ।
-তাই?
-হ স্যার। এক্কেরে সত্য কথা। অন্য কাউরে জিগান হেউ এক কথা বলবো। যাওনের সময় ম্যাডাম এক ব্যাগ বেলাড দিয়ে গেছে পেসেন্টের জন্যে। অপরিচিত মানুষের জন্য কেডা এমন করে! আপনের মেয়ের একখান নাম বলেন স্যার। সার্টিফিকেটে লেখা লাগব।
-হুম নাম? নীলা রহমান লিখ।
মাসুদ সাহেব অন্যমনস্ক হয়ে আছেন। অপরিচিত শব্দটা অনেক অপরিচিত মনে হল।
স্ত্রীর ডেথ সার্টিফিকেট হাতে মূর্তির মতো তিনি দাঁড়িয়ে আছেন। সার্টিফিকেটের কয়েকটা সংখ্যা ওনাকে বাকরুদ্ধ করে দিয়েছে।১৫.০৭.২০ ১৯.
স্ত্রীর ডেথ সার্টিফিকেট হাতে মূর্তির মতো তিনি দাঁড়িয়ে আছেন। সার্টিফিকেটের কয়েকটা সংখ্যা ওনাকে বাকরুদ্ধ করে দিয়েছে।১৫.০৭.২০
সমাপ্ত