রম্যঃ বাবু নই ভাবি
লেখকঃ নীল
ক্লাস সিক্সের বাচ্চা মেয়েটাকে পড়াচ্ছি এমন সময় হঠাৎ করে বলে, "স্যার আপনার গার্লফ্রেন্ড কিসে পড়ে?"স্বাভাবিকভাবেই আমি অবাক হই। ওকে পড়ানোর সময় কয়েকবার আমার গার্লফ্রেন্ড সাদিয়া ফোন দিয়েছে। আমার ফোনে 'জান' নামে সেভ করা। এটা দেখেই হয়তো আমার ছাত্রী মহাশয়া সন্দেহ করেছে। এবং হ্যা, আবার আমাকে এই নিয়ে জিজ্ঞাসাও করছে।
আমি থতমত খেয়ে বলি, "এসব বলতে হয় না বাবু। বড়দের এভাবে বলা বেয়াদবি। "
একটা টেবিলের একপাশে পাশাপাশি দুটো চেয়ারে আমরা বসি। আমার কথা শুনে হাতের কলম ফেলে ইভা (আমার ছাত্রী) এমন লাফ দিল যে তার একহাত দূরে বসে থাকা আমি ভয়ে কেঁপে উঠলাম। ইভা মাথায় হাত দিয়ে বলে, "স্যার এটা কি বললেন?"
আমি মহা টেনশনে। এই মেয়ে কত পাকা সেটা এর মাঝেই টের পেয়ে গেছি। এখন কি বলতে চেয়েছি আর কি বলেছি আর এটা শুনে সে কি বুঝেছে এক আল্লাহ মালুম। ভয়ে ভয়ে বললাম, "কি বললাম আবার? বড়দের এভাবে বললে বেয়াদবি হয় সেটাই বললাম। "
- উহু এর আগে কি বলেছেন?
- কিছু বলিনি তো।
- বলেননি মানে? আপনি আমাকে বাবু বলেছেন!
হায় খোদা। আমার ইজ্জত বাঁচাও। ছোট দেখে বাবু বলেছিলাম আদর করে আর এই পাকনী কি বুঝেছে আর কেন বুঝেছে সেই জানে। আমতা আমতা করে বললাম, "না মানে আমি তোমাকে সেই অর্থে বাবু বলিনি। তুমি অনেক ছোট এজন্য আদর করে বলেছি।"
ইভা টেবিলে চাপড় দিয়ে বলে, "হ্যা আমি ওইটাই বুঝেছি। কিন্তু আপনি আমাকে ছোট বলছেন? জানেন আমার জানুটা আপনার চেয়েও বড়।"
আমি এবার নিতে পারলাম না। হঠাৎ করে মাথা ঘোরা শুরু করেছে। এই মেয়ে বলে কি? ইচ্ছা করছে হাত পা ছড়িয়ে উপরে তাকিয়ে খোদার কাছে বিচার দেই - "আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আমার হাতে এইটা কি ধরায় দিলা?"
আমাকে চুপ থাকতে দেখে ছাত্রী মহাশয়া জিজ্ঞাসা করলেন, "স্যার আপনি কিসে পড়েন যেন?"
- ইয়ে মানে হ্যা। মানে ফার্স্ট ইয়ারে। মানে অনার্স ফার্স্ট ইয়ারে আরকি।
- আপনি জানেন আমার বয়ফ্রেন্ড থার্ড ইয়ারে পড়ে। সে হিসেবে তো আপনার বড় ভাই। মানে বুঝলেন?
আর বুঝতে চাই না গো। এবার কোনোমতে বের হতে পারলে বাঁচি। কিন্তু ছাত্রীর সামনে তা কি করে বলি। উপায় না পেয়ে বললাম, "না বুঝি নাই তো। "
বুঝি নাই তো বাবু বলতে চেয়েছিলাম। খোদা শেষ মুহূর্তে মুখ তুলে তাকিয়েছেন বলেই হয়তো বাবুটা আর বের হয়নি। নাহলে আবার কি হত কে জানে। সে নিয়ে চিন্তা করার সুযোগও পেলাম না। তিনি বলছেন, "আপনার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড আমি। সে হিসেবে আপনার বাবু না, ভাবি হই ভাবি।"
আমি কোনোমতে বললাম "আচ্ছা আজকে থাকো। আমার তাড়া আছে।" বলেই বেরিয়ে আসলাম। রাস্তায় হাটতে পারছি না। মাথা বনবন করে ঘুরছে। যদি কারো কমেন্টের রিপ্লাই দিতে না পারি তাহলে ধরে নিবেন রাস্তাতেই ইন্না-লিল্লাহ।