আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন? আজ আমি আপনাদের একটি অসাধারন বই উপহার দিতে যাচ্ছি। বই সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেইঃ
Clic h
Clic h
বই সম্পর্কে
লেখকঃ আয়মান সাদিক এবং সাদমান সাদিক
মূল্যঃ ২৭০ টাকা
মূল্যঃ ২৭০ টাকা
ISBN: 9789848072172
মোট পৃষ্ঠাঃ ১৫০
ভাষাঃ বাংলা (বাংলাদেশ)
ভাষাঃ বাংলা (বাংলাদেশ)
Shared by: HelpBN
লেখক পরিচিতি
বিখ্যাত অনলাইন ব্যক্তিত্ব ও শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক বাংলাদেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার এক অন্য নাম। তিনি শুধু অনলাইন কন্টেন্ট তৈরির মাধ্যমেই এদেশের তরুণ সমাজের কাছে পৌঁছেছেন তা নয়, তাদের জন্য লিখেছেন বই ও আয়োজন করেছেন অগুণতি সেমিনার ও কর্মশালার, যেগুলো আলোকবর্তিকা হিসেবে নানাভাবে সাহায্য করেছে তাদের। বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল তায়েব ও গৃহিণী শারমিন আক্তার দম্পতির ঘরে ১৯৯২ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আয়মান সাদিক। চট্টগ্রামের ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজ থেকে তিনি মাধ্যমিক এবং ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন। আইবিএ-তে পড়াশোনা চলাকালে তিনি ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন শিক্ষাভিত্তিক অনলাইন প্লাটফর্ম 'টেন মিনিট স্কুল'। এই প্লাটফর্মের সাহায্যে বিভিন্ন একাডেমিক ও অন্যান্য বিষয়ের উপর তথ্য ও লেকচার সমৃদ্ধ ভিডিও তৈরি করে বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেয়া হয় এবং এভাবে শিক্ষাকে সহজলভ্য করে তুলতে বিশাল অবদান রেখেছেন আয়মান সাদিক। আয়মান সাদিক এর বইগুলোও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। টেন মিনিট স্কুলের ব্যাপক সাফল্যের ফলে আয়মান সাদিক এর বই সমূহ পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আয়মান সাদিক এর বই সমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'স্টুডেন্ট হ্যাকস', 'ভাল্লাগে না, 'নেভার স্টপ লার্নিং' ইত্যাদি। একজন সফল তরুণ উদ্যোক্তা হিসেবে তিনি 'কুইন্স ইয়াং লিডার এওয়ার্ড', 'ইয়ুথ এওয়ার্ড', 'ডিওয়াইডিএফ ইয়ুথ আইকন পুরস্কার' ইত্যাদি বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।
কেন বইটি পড়বের?
পড়াশোনার সব ফন্দি-কৌশল আমরা জানি যে নিয়মিত পড়তে হবে, নোট করতে হব, বুঝে পড়তে হব….
কিন্ত, নিজে জানলেও কেনো ফলাফল খারাপ হচ্ছে কিংবা পড়তে কেনো ভাল্লাগেনা? এর কারনটি হতে পারে এমন যে, হয়তো কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই অথবা কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। এমনো হতে পারে যে, সবই জানি কিন্তু কিছু কিছু মেথড ভুল, আর এই ব্যাপারগুলো ধরিয়ে দেয়ার জন্যই এই বইটি। বইটি পড়াশোনার প্রক্রিয়াকে দ্রুত, সহজ আর আনন্দদায়ক করতে কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করেছে এটি প্রয়োগ করার নির্দেশনা দিয়েছে। কারন পড়াশোনায় যদি আমরা মজা পেয়ে যায় তাহলে ভালো ফলাফল শুধু সময়ের ব্যাপার।
কিন্ত, নিজে জানলেও কেনো ফলাফল খারাপ হচ্ছে কিংবা পড়তে কেনো ভাল্লাগেনা? এর কারনটি হতে পারে এমন যে, হয়তো কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই অথবা কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। এমনো হতে পারে যে, সবই জানি কিন্তু কিছু কিছু মেথড ভুল, আর এই ব্যাপারগুলো ধরিয়ে দেয়ার জন্যই এই বইটি। বইটি পড়াশোনার প্রক্রিয়াকে দ্রুত, সহজ আর আনন্দদায়ক করতে কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করেছে এটি প্রয়োগ করার নির্দেশনা দিয়েছে। কারন পড়াশোনায় যদি আমরা মজা পেয়ে যায় তাহলে ভালো ফলাফল শুধু সময়ের ব্যাপার।
বইটিতে শিখতে পারবোঃ
★ ডিজিটাল প্রস্তুতি হ্যাকস।
★ পরীক্ষাভীতি জয়ের হ্যাকস।
★ স্পিড রিডিং হ্যাকস।
★ ইউটিউব হ্যাকস
★ টাইম এন্ড লাইফ ম্যানেজমেন্ট হ্যাকস।
★ সিভি রাইটিং হ্যাকস।
এর পাশাপাশি পুরো বইয়ের মধ্যে রয়েছে অনেকগুলো অনুশীলনী, যার সাহয্যে তুমি নিজেই তোমার উন্নতি বুঝতে পারবে।
বইটির যেই উক্তিগুলো আমার প্রিয়ঃ
১. যুদ্ধের জয়, লড়াইয়ের আগেই নির্ধারিত হয়ে যায়। - সান জু
২. বিজয়ীরা ভিন্ন কাজ করে না, তারা ভিন্নভাবে কাজ করে মাত্র! - শিভ খেরা
৩. সেই লক্ষ্য ভেদ করা যায় না যেই লক্ষ্য কখনো দেখা যায় না। - জিগ জিগলার।
৪. উপভোগ করো, এমন কাজ খুঁজে বের করলে জীবনে আর কোনোদিন তোমাকে চাকরি বলে কিছু করতে হবে না। - মার্ক টোয়েন।