গত কিছুদিন ধরে শুধু একটি নিউজই দেখছি, পেপাল ডিসম্বরে বাংলাদেশে আসছে। নিউজটি সত্য না কি মিথ্যে? নাকি পেপাল বাংলাদেশে আসছে এসব নিউজ ছড়িয়ে আমাদের আগের মতো আবারো বকরি বানাচ্ছে? জানতে হলে শেষ অবধি পড়ুন।
আমরা সকলেই জানি সমগ্র বিশ্বের অনলাইন পেমেন্ট সিস্টেমে রাজত্ব করছে পেপাল অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস। যারা অনলাইনে কাজ করে! যেমন ফ্রীল্যান্সার, তারা আসলে বোঝে পেপালের গুরুপ্ত কতটুকু। আমার বেশ কিছু পরিচিত বড় ভাইকে দেখেছি, তাদের পেপাল একাউন্ট না থাকায় অনেক প্রজেক্ট হারাতে। অনেককেই দেখেছি ফেসবুক গ্রুপে পোষ্ট করতে পেপাল একাউন্ট না থাকায় প্রজেক্ট হারানোর। অনেকে ক্লায়েন্টদের বুঝিয়ে জুম, ট্রান্সাফার উইস এর মাধ্যমে টাকা আনতে পারলেও অনেক ক্লায়েন্ট পেপাল ছাড়া অন্য কোথাও পেমেন্ট দিতেই চায় না। তাহলে হয়তো বুঝতেই পারছেন পেপালের গুরুপ্ত। বাংলাদেশ থেকে যারা অনলাইনে কাজ করে এবং ফ্রিল্যান্সিং থেকে টাকা আনতে চায় তারা জানে পেপাল ছাড়া অনলাইনে টাকা পেমেন্ট নেওয়াটা কতটুকু কষ্টের এবং ভোগান্তির।
পেপাল শুধু ফ্রীল্যান্সার বা অনলাইনে কাজ করে তাদের উপকারেই আসবে এমনটা ভাবা ভুল। ধরুন আপনি কিছু একটু অনলাইনে অর্ডার করবেন, তবে সেটা বাংলাদেশী ই-মার্সে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে বাহিরের দেশ থেকে সেটা অর্ডার করতে হবে। তখন আপনি সেটা কি দিয়ে অর্ডার করবেন? সারা বিশ্বের বর্তমানে সব ই-মার্স সাইটেই এখন পেপাল পেমেন্ট সার্ভিস সাপোর্ট করে। এমন কিছু কিছু সাইট আছে যেগুলো শুধুমাত্র পেপাল দাঁড়াতে পেমেন্ট করতে হয় আর পৃথিবীর সমগ্র পেমেন্ট সার্ভিস এর মধ্যে সিকিউর এবং অতি সহজে ট্রানজেকশন করা হয়। অতি সহজ ট্রানজেকশন ও সিকিউর সার্ভিস সবাইকে পেপাল ব্যবহারে আকর্ষন করে।
গুঞ্জন শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান শনিবার গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানা পরিদর্শনে গিয়ে ডিসেম্বরে পেপাল বাংলাদেশে আসবে এ কথা বলেন। আমরা এর আগেও অনেকবার দেখেছি বাংলাদেশে পেপাল আসবে! এমনকি তারা পেপাল বাংলাদেশে উদ্বোধন করবেন বলে কথা বললেও শেষ পর্যন্ত বাংলাদেশে পেপাল আসে নি। নিচে ২০১৭-তে ঘটে যাওয়া “প্রথম আলোর” একটি প্রতিবেদনের স্ক্রীনশট দিলাম। আপনারা গুগল ঘাটাঘাটি করলে আরো জানতে পারবেন।
১০ অক্টোবর ২০১৭ প্রথম আলোর একটি প্রতিবেদনের স্ক্রীনশট |
এখন আসি বাংলাদেশে কি সত্যিই পেপাল চালু হতে যাচ্ছে?
এখনও সিওর না। আমি পেপাল সাপোর্টে কথা বলেছি, পেপাল বাংলাদেশে আসলে তারাই তাদের অফিসিয়াল ওয়েব সাইটে আমাদের জানিয়ে দিবে।
উপরের স্ক্রীনশট দেখে হয়তো বুঝে গেছেন বিষয়টা। পেপাল ডিসম্বরে বাংলাদেশে আসছে অথচ পেপাল আমাদের এখনও সিওর আপডেট দিচ্ছে না। বাংলাদেশ প্রধানমন্ত্রির বেসরকারী শিল্প বিনিয়োগ উপদেষ্টার কথা সত্য হয় তাহলে আমাদের আমাদের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেপাল আসবে এ নিয়ে কে কি বললো এসব কথায় আগেই উত্তেজনা না হয়ে পেপালের অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করা উচিত বলে আমি মনে করি।
paypal mone hoy na asbe, asle etodine confirm news jana jeto
ReplyDeleteDAMN BRO!! dekha jaak, amar mone hoy ager moto eybar o na result asbe
Delete