ছবি ঃ আইটেল
Itel মানেই সবসময় গ্রাহকদের জন্য নতুন কিছু।
সুধু স্মার্টফোনের বাজারেই নয় বরং ফিচার ফোনের বাজারেও নতুন চমক নিয়ে আসলো Itel Magic 3.
বাংলাদেশের বাজারে এই প্রথম টাচ কিপ্যাডযুক্ত ফিচারফোন 🔥
আমরা যারা নোকিয়া ফোন চালিয়েছি তারা জানি ফিচার ফোনের যুগটা কতোটুকু সমৃদ্ধ ছিল। কালের পরিক্রমায় স্মার্টফোন আসায় ফিচার ফোনের যুগ প্রায় হাওয়ায় মিলিয়ে গিয়েছে এবং আগের মতো হাইপ আর দেখা যায়না যার কারনে কম্পানিগুলো এখন ফিচার ফোনে আপগ্রেড আনার ব্যাপারে তেমন সচেতন নেই। কিন্তু এখনো অনেক ফিচারফোন লাভার আছেন যারা সেকেন্ডারি হিসেবে হলেও ফিচার ফোন ইউজ করেন কিংবা বাসায় মুরুব্বীরা ইউজ করে থাকে। এই কাস্টমার ওরিয়েন্টেড একটি ফোন হচ্ছে Itel Magic 3.
এই ফোনটির বিশেষ বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে:
১.টাচ কিপ্যাড
Itel Magic 3 এর মূল ফিচারগুলোর মধ্যে একটি হচ্ছে টাচ কিপ্যাড,এর আগে আমরা নোকিয়া,ব্ল্যাকবেরী বিভিন্ন ফোনে টাচ ডিসপ্লে বাটন ফোন দেখেছি কিন্তু কিপ্যাডই টাচ এমন ফোন এই প্রথম
২.1.3 মেগাপিক্সেলযুক্ত ক্যামেরা
বর্তমান সময়ে নকিয়া ব্যতীত গদবেধে সকল ফিচারফোনেই VGA অথবা QVGA ক্যামেরা ব্যবহার করতে দেখা যায় যার মান যুগ অনুযায়ী মানানসই নয় এবং প্রায় অব্যবহারযোগ্য তাই Itel Magic 3 তে দেয়া হয়েছে 1.3মেগাপিক্সেলের ক্যামেরা যার কারনে আপনি এটি সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করলেও ইমারজেন্সি সিচুয়েশনে ভালো মানের ছবি তুলতে পারবেন বিভিন্ন ডকুমেন্টের।
৩.2.8"inch & 2.5D কার্ভড ডিসপ্লে+বাটন প্যানেল
Itel Magic 3তে 2.8"inch এর ডিসপ্লেটি ফিচার ফোনের ক্ষেত্রে বড় ডিসপ্লে হিসেবে কন্সিডার করা যায়।ডিসপ্লে 2.5D Curved আমরা আগেও দেখেছি তবে এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এটির কার্ভটি পুরো ফোনটির ফ্রন্ট সাইড জুড়েই আছে অর্থাৎ বাটন সহ কার্ভ ডিসপ্লে এর অন্তভূক্ত। আমরা আসলেই এমন আর দেখিনি ফিচার ফোনে। যার কারনে ফোনটি লক থাকা অবস্থায় ছোটখাটো একটি স্মার্টফোনের মতোই লাগে দেখতে যা যে কারো নজর কারতে সক্ষম।
৪.স্মার্টফোন সদৃশ আকর্ষণীয় ডিজাইন
এই ফোনের ব্যাক সাইডের ডিজাইনি সাধারণ ফিচার ফোনের থেকে অনেকটাই আলাদা করে দেয়া হয়েছে যেটি আমরা স্মার্টফোনে দেখে থাকি যা দেখতে আসলেই আকর্ষণীয়। এমন ডিজাইন আমরা শাওমি POCO X3 এবং Oneplus 7T তে দেখেছি 😝
৫.১৫০০mAh লম্বা ব্যাটারি লাইফ
ব্যাটারি লাইফ কন্সিডার করলে অবশ্যই এটি আপনাকে ২-৩দিনের মাঝামাঝি ব্যাকআপ দিতে সক্ষম সাধারণ ইউজের ক্ষেত্রে,আর হেভি ইউজে ১দিন+ পাবেন আশা করা যায়।
৬.ফিজিক্যাল পাওয়ার এবং ভলিউম বাটন
ফিচার ফোনে পাওয়ার/হোম বাটন এবং ভলিউম বাটন হতে পারে আমরা কয়জন হয়তো ভেবেছি, কিন্তু আইটেল একটি সারপ্রাইজিং ফিচার হিসেবে ফিচার ফোনে পাওয়ার এবং ভলিউম বাটন এড করেছে। সাধারণ ইউজারদের পাশাপাশি মুরুব্বি যারা ব্যবহার করবেন তাদের জন্য এটি খুবি কাজে দিবে।
৭.কিংভয়েস স্মার্টফিচার
অনেকে হয়তো ফোনটি তাদের বাবা/মা/দাদা/দাদী কাউকে গিফট করতে পারেন। তাদের অনেকে লিখা ছোট থাকার কারনে ঠিকমতো দেখতে পারেন না সেক্ষেত্রে কিং ভয়েস ফিচার দিয়ে শুনেও তিনি ডায়াল করতে পারবেন।
৮.কন্টাক্ট ইমেজ
আমরা স্মার্ট ফোনে কারো ফোন নাম্বার তার ছবি দিয়ে সেভ করে থাকি বা এই ফিচারটি স্মার্টফোনে সাথে এমনি আমরা জানি। কিন্তু Itel Magic 3 এই সুন্দর ফিচারটি তাদের ফোনে এড করেছে যেটি আসলেই প্রশংসার দাবিদার।
৯. মাল্টিমিডিয়া কনজিউমিং
ফোনটি জাভা অপারেটিং সিস্টেমে রান করবে,তবে অন্ড্রোয়েড হলে আরো ভালো হতো। এতে রয়েছে ফেইসবুক এবং ব্রাউজিং এর জন্য অপেরামিনি। আপনি ফিচার ফোনে গেইম খেলতে পছন্দ করলে আপনার জন্য আছে সুখবর,এতে রয়েছে ইন বিল্ট ১০টি গেইম।
১০.রিমুভেবল এক্সটারনাল সিম,মেমোরিকার্ড স্লট
ফিচার ফোনে স্মার্ট ফোনের মতো রিমুভেবল সিম,মেমোরিকার্ড স্লট এই প্রথম আইটেলই নিয়ে আসলো।এই ফোনটির ব্যাকপার্ট ননরিমুভেবল তাই আলাদা ডেডিকেটেড এই সিস্টেম এড করা হয়েছে।
Itel Magic 3 আপনারা পাচ্ছেন মাত্র ২০৯০টাকা প্রাইজ পয়েন্টে,এতো সব প্রেক্টিক্যাল ফিচারে ভরা এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে কেবল ২০৯০টাকা।ডিভাইস হিসেবে এই ফোনটি যেকোনো ইউজার এর জন্য সেরা হতে পারে।
Mehrab Hossain Maruf
Tags:
Technology