বর্তমানে স্মার্টফোন বা ট্যাব্লেট যাই কিনি না কেনো আমরা সেফটির জন্য গরিলা গ্লাস ব্যবহার করি। দোকানদাররাও আমাদের বিভিন্ন গরিলা গ্লাস ব্যবহার করার পরামর্শ দেয়।
পৃথিবীর প্রায় ৪.৫ বিলিয়ন ডিভাইসে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।
Alkali-Aluminisilikate যৌগ থেকে গরিলা গ্লাস তৈরী করা হয়।
Corning Incorporated প্রতিষ্ঠান কাস্টমারদের কাছে তাদের প্রডাক্ট আকর্ষণীয় করার জন্য গরিলা নামটি ব্যবহার করে।
৩.স্ক্রাচ পরেনা
৪. Slim
5. Touch Responsive
6. More flexible
7. Out Standing Optical Clarity
Corning Incorporated কোম্পানি দাবি করে গরিলা গ্লাস ১.৬ মিটার উপর থেকে ফেলে দিলেও ৮০% ক্ষেত্রে ডিভাইসের কোনো সমস্যা হবে না।
তবে গরিলা গ্লাসই শেষ নয় Dragontrail, Sapphire, Crystal Glass ও খুবই উন্নত।
আসলে কি এই গরিলা গ্লাস? আজকের পোস্টে আমি আলোচনা করব গরিলা গ্লাস নিয়ে। তো চলুন শুরু করা যাক।
নাম শুনে মনে হতেই পারে এটা কি গরিলার চামড়া বা অন্য কিছু দিয়ে তৈরী? আসলে না এটা গরিলার চামড়া বা অন্য কিছু দিয়ে তৈরী নয়। এটি বিশেষ এক ধরনের Tempered Glass যা Corning Incorporated নামে একটি প্রতিষ্ঠান Devoloped করেছিলো। এবং একমাত্র তারাই এটা তৈরী করে। সাধারন Soda Line Display থেকে গরিলা গ্লাস অনেক উন্নত। বর্তমানে মোবাইল ফোন, পোর্টেবল মিডিয়া, ল্যাপটপ, টেলিভিশনসহ অনেক কারেও গরিলা গ্লাস ব্যবহার করতে দেখা যায়।পৃথিবীর প্রায় ৪.৫ বিলিয়ন ডিভাইসে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।
Alkali-Aluminisilikate যৌগ থেকে গরিলা গ্লাস তৈরী করা হয়।
Corning Incorporated প্রতিষ্ঠান কাস্টমারদের কাছে তাদের প্রডাক্ট আকর্ষণীয় করার জন্য গরিলা নামটি ব্যবহার করে।
গরিলা গ্লাসের বেশকিছু সুবিধাও রয়েছে। যেমন
১. সহজে পরিস্কার করা যায়
২. সহজে ভাঙ্গেনা৩.স্ক্রাচ পরেনা
৪. Slim
5. Touch Responsive
6. More flexible
7. Out Standing Optical Clarity
Corning Incorporated কোম্পানি দাবি করে গরিলা গ্লাস ১.৬ মিটার উপর থেকে ফেলে দিলেও ৮০% ক্ষেত্রে ডিভাইসের কোনো সমস্যা হবে না।
তবে গরিলা গ্লাসই শেষ নয় Dragontrail, Sapphire, Crystal Glass ও খুবই উন্নত।