Himu Rupa | হিমু রূপা | লিরিক্স | A tribute to Humayun Sir | Tasrif Khan & Jyoti | Kureghor
Vocal : Tasrif khan & Jyoti
Tune : Tasrif Khan
Lyric : Jigal Mondol
Composition : Sahriar Rafat
Direction,Cinematography & Edit : Rafchan Jani
Assist : Ashikur Rahman
Light : Joynal
Make-Over : Md Rana & Imran
Special Thanks : Zahira Khanam & Firoz Khan
Lyric :-
তোমার জন্য খালি পায়ে আমি হাঁটিনি,নীলপদ্ম পৌঁছে দিতে আমি ছুঁটিনি,
রূপা তুমি আমাকে পেতে চেও না,
হিমুকে বাধনে বাধা যায় না।।
শোন হিমু,তোমাকে বেঁধে রাখবনা,
বেঁধেছ যে তুমি আমায়, মুক্তি চাইনা,
কতকাল পরে তুমি দেখা দিয়ে যেও,
শাড়ি পরে আসব যখন, একটু নজর দিও।।
হিমুরা- নারীর রূপে, নজর দেয় না,
পিতার উপদেশ - আমি ভাঙতে চাইনা,
ধূলিমাখা জোছনা আমি জীবন ছাড়তে চাইনা,
নাগরিকের সুখ আমায় দিতে চেও না।।
জানি তুমি ভাল আছ হলুদ পাঞ্জাবীতে,
জোছনা দেখতে আমায় যদি একটাবার নিতে,
দিঘির জলে টুপ করে একটা ঢিল দিও,
জোছনাকে ধরে এনে গায়ে মেখে দিও।।
''কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতি তাঁর জন্মদিনে অজস্র ভালবাসা ও শ্রদ্ধা।
তাঁর কালজয়ী সৃষ্টি হিমু চরিত্র। পাঠক ও ভক্তের হৃদয়কে দারুনভাবে আকর্ষন করে হিমু। আরেক মায়াবতী চরিত্র রূপা। তার মায়াতে হিমু ধরা দিতে চায়না।
হিমুর মহান শিক্ষক তার পিতা। পিতার উপদেশ ও শিক্ষা সে অমান্য করতে চায় না।
হুমায়ূন আহমেদ স্যারের লেখনীতে " হিমুর বাবার কথামালা " গ্রন্থে হিমুকে তার বাবা উপদেশ দিচ্ছেন -
" প্রিয় পুত্র, প্রেম বলিয়া জগতে কিছু নাই। ইহা শরীরের প্রতি শরীরের আকর্ষন। এই আকর্ষন প্রকৃতি তৈরী করিয়াছে যাহাতে তার সৃষ্টি বজায় থাকে। "
আবার পারস্পরিক সম্পর্ক নিয়ে নির্লিপ্ত থাকতে বলেছেন হিমুকে-
" স্বার্থে আঘাত লাগিবামাত্র স্বামী- স্ত্রীর প্রেম বা ভ্রাতা - ভগ্নির ভালবাসা কর্পূরের মত উড়িয়া যায়। কাজেই তোমাকে পৃথিবীর সর্ব বিষয়ে নির্লিপ্ত হইতে হইবে। কোন কিছুর প্রতি তুমি আগ্রহ বোধ করিবেনা, আবার অনাগ্রহ ও বোধ করিবে না। মানুষ মায়ার দাস। সেই দাসত্বের শৃঙ্খল তোমাকে ভাঙিতে হইবে। "
হ্যা, হিমু মায়া-মমতা ও প্রেমের দাসত্বের শৃঙ্খল ভেঙেছিল। সে তার হলুদ পাঞ্জাবী আর জোছনা জীবন নিয়ে বেশ ছিল। তার জীবন আমাদের ভেতরে এক আকর্ষন অনুভূতির সৃষ্টি করে। সে আকর্ষনে ভালবাসা আছে। এই ভালবাসা আমাদের প্রত্যেককে হিমু করে তোলে। সেই ভালবাসা থেকেই আমাদের এই গান।
আমরা জানি শুধুমাত্র একটা গান দিয়ে হিমুকে ও তার জীবন দর্শনকে ফুটিয়ে তোলা কোনভাবেই সম্ভব নয়। স্যার ও হিমুর প্রতি, ভক্ত হিসেবে এটা আমাদের ভালবাসা। আমাদের কোন ভুল হলে সকল হিমু ভক্ত ও গুণীজনেরা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হিমুর প্রতি আকর্ষন ছড়িয়ে যাক দেশ হতে দেশান্তরে।''