আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন? আমি মাসুদ, আজ আমি আপনাদের দারুন একটি browser aia file শেয়ার করছি। আপনারা অনেকেই Google Admob এ কাজ করছেন। কিন্তু ভালো কোনো Apps না থাকাতে ভালো টাকা আয় করতে পারছেন না। তাই আজ আমি এই aia ফাইলটি শেয়ার করছি। প্রথমেই বলে রাখি এই aia ফাইলটিতে অর্থাৎ অ্যাপটিতে যা যা থাকছে, তা নিচের SShot গুলোতে দেখে নিনঃ
আপনার (Admin) সুবিধাঃ
১. অ্যাপটি আপনি যেভাবে চাইবেন সেভাবেই চালাতে পারবেন।
২. ইউজারদের Push Notification পাঠাতে পারবেন।
৩. ফায়ারবেস দিয়ে অ্যাপটি Control করতে পারবেন।
৪. Admob App ID বসিয়ে টাকা আয় করতে পারবেন।
৫. কোনো ইউজার যদি Invalid Click করে, তাহলে তার আইপি ব্লোক করে দিতে পারবেন।
এগুলো সহ আরো অনেক সুবিধা পাবেন।
ইউজারদের সুবিধাঃ
১. অন্যান্য Browser এর মতোই আপনার এই Appsটি ব্যবহার করতে পারবে।
২. অ্যাপটিতে সামনে পিছনে দুদিকেই ব্যাক করতে পারবে।
৩. যেকোনো জায়গা থেকে লেখা Copy paste করতে পারবে।
৪. অ্যাপটিতে Task সিস্টেম আছে, ইউজাররা চাইলে অ্যাপটিতে Register বা Log In করে টাকা ইনকাম করতে পারবে (এটা আপনার উপরে নির্ভর করবে)
৫. অ্যাপটির Setting Option থেকে অ্যাপ Setting করে নিজের পছন্দমত সুবিধা নিতে পারবে পারবে। ইত্যাদি
File Details:
File Name: Quick Browser
Aia file: Download
Apps: Download
এখন যেভাবে অ্যাপটি বানাবেনঃ
প্রথমেই আপনি Puffin Browser অ্যাপটিতে যান। তারপর Thunkable, অথবা Appybuilder যান।( বর্তমান Thunkable এ Ads সমস্যা আছে, এড সমস্যার সমাধান পেতে ক্লিক করুন।) আমি Appybuilder.com এ যাচ্ছি, আপনারা চাইলে দুটোর যেকোনো একটাতে যেতে পারেন। তারপর নিচের Sshot দেখে কাজ করুন:
এবার অ্যাপটি আপনি আপনার মনের মতো ইডিট করুন। এবং নিচের Sshot এর মতো কাজ করুনঃ
তারপর আপনার প্রোজেক্টটি Apps এ কনভার্ট হতে ১-১০০ পর্যন্ত লোড নিবে। এটা সম্পূর্ণ লোড হতে সাধারণত এক থেকে দুই মিনিট লাগে। লোড শেষ হওয়ার পর Download option পেয়ে যাবেন এবং Download করে নিবেন।
এই পোস্টটা পড়ে কোথাও না বুঝলে নিচে কমেন্টস বক্সে গিয়ে আপনার সমস্যাটি কমেন্টস করুন। কোথাও ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।
#ধন্যবাদ